ঘরের মেয়ে উমা
অশোক দাশ ##
মন কেমনের মেঘবালিকা নীলাকাশে ভাসে,
রোদ- বৃষ্টির লুকোচুরি খিল- খিলিয়ে হাসে।
শিউলি ফুলে আল্পনা আঁকে অবুঝ পল্লীবালা,
আগমনী গান গেয়ে যায় বোষ্টুমী দু’ বেলা।
সাদা কাশে দুলছে চামর দেবীর বোধন নেই দেরি,
নীল সায়রে পদ্ম সিনান আদুল গায়ে লাজে মরি।
ঢাক্- কুড়- কুড় বাদ্যি বাজে চন্ডীমন্ডব ধামে,
ঘুম- ঘুম চোখে খুশির ঝিলিক খোকা- খুকু আহ্লাদে।
খরা- জরা- বানভাসি নিত্য দুঃখ বারমাস,
উমা আসছে ঘরের মেয়ে সাজো- সাজো উল্লাস।
সাবধানে থাকিস উমা এ কটা দিন,হায়নার বড্ড উৎপাত,
ত্রিশূল খানা সঙ্গে রাখিস বেয়াদবির করিস কুপোকাত।