ঘুমের বেতন দুই লক্ষ উনিশ হাজার টাকা !

ভাল কাজের জন্যই প্রয়োজন ভাল ঘুম। দৈনন্দিন নানা কাজের জন্য যা প্রায়শই বিঘ্নিত হয়। বিশেষ করে এই করোনা কালে বড় প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপরও। যে কারণে অন্যান্য সৃষ্টিশীল কাজের ওপরেও নেতিবাচক প্রভাব পড়েছে। এমন অবস্থায় আমেরিকার ‘স্লিপ জাংকি’ প্ল্যাটফর্ম একজন স্লিপিং বিউটিকে খুঁজছে, যাকে ভালো লেখালেখি করার পাশাপাশি ভালো ঘুমাতে হবে।

চাকরির জন্য যোগ্যতার মধ্যে তারা এই ভালো ঘুমকেই প্রাধান্য দিচ্ছে। 

সংস্থাটির ইন-হাউস স্লিপ বিশেষজ্ঞ ডরোথি চেম্বারস এর মতে, ‘মহামারির বড় প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপর। কোনো বাধা ছাড়া শান্তিতে যেন ঘুমাতে পারেন, সেজন্য তাকে একাই ঘুমাতে হবে এবং নির্বাচিত হওয়ার পর দুই মাসের মধ্যে তাকে তিনটি ম্যাট্রেস পাঠানো হবে। ঘুম কেমন হলো, তার ওপর নির্ভর করে ,ম্যাট্রেসগুলোর ভালো-মন্দ যাচাই করতে হবে তাকে।

এই ভালো-মন্দ পর্যালোচনার সময় পার হয়ে গেলে বিনামূল্যেই পছন্দসই ম্যাট্রেস নিজের জন্য নির্বাচন করতে পারবেন এই স্লিপিং বিউটি। সেইসঙ্গে বেতন পাবেন ৩০০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় দুই লক্ষ উনিশ হাজার টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =