চেনা
মৌলিমা প্রামাণিক
##
মুখোমুখি দাঁড়িয়েছি অতীতের,
স্নান সেরে গিন্নি যেভাবে ঠাকুরঘরে ঢুকে পড়েন
নিজেকে সমর্পিত করতে,
হাতড়ে হাতড়ে খুঁজেছি সেভাবেই ভুলের পাহাড় ।
তোমার গায়ে দেওয়া চাদরটা জড়িয়ে নিলেই টের পাই
জ্বর এসে আঁকড়ে ধরছে প্রতিটি কোশে।
ভিন্ন স্বাদের পদ চেখে দেখি,
তোমাকে পাই না।
তোমার জিভের ক্ষমতা আমাকে অনুভব করায়
কত নদীর কাছে তুমি প্রতিশ্রুতিবদ্ধ।
হারিয়ে যেতে যেতে আমার কখনো বোঝা হয়ে ওঠেনা—–
অমলতাসের তলায় আমার একার শুধু বুক কেঁপেছিল।