চৈতালী
সঞ্জীব সেন, পানিহাটী, উত্তর ২৪ পরগনা ##
শেষ রাতে চৈতালী হাওয়া দিয়েছিল খুব
দূর থেকে এসেছিল শাল-মহুয়ার গন্ধ
মাদল শব্দও ছিল,তোমাদের কি উৎসব ছিল
বাল্যকালে সময়কে করতলে রেখেছিলাম,
যৌবনে জীবনকে গয়ং গচ্ছ ভাবতাম
হঠাৎ এ মন ভাল হয়ে গেল
এর কারণ কি এই চৌতালী হাওয়া
খুব ভোরে উঠেছি
দিঘিতে দুটো হাঁস পাশাপাশি
ওরা যুগল দম্পতি
হঠাৎ মনে হল সমস্ত সম্পর্ক আসলে জৈবিক
একটা সময় জীবনকে গয়ং গচ্ছ ভাবতাম
আজ যা কিছু আঁকড়ে ধরতে ইচ্ছে হয়
যেমন দীর্ঘদিনের অনিচ্ছুক কাজ একটা
সময় ভালবেসে ফেলে ।