চৌকাঠ
অদিতি মুখোপাধ্যায়, কোচবিহার ##
চৌকাঠের ওপারে হাসির
আওয়াজ প্রায় আকাশভেদী।
এইপারে আওয়াজ মাপা,
শব্দ মাপা সবটা মাপা।
মাপতে হয়, বাড়ির লক্ষ্মী যে….
চাপা স্বর শিখতে হয়
নয়তো কখন
লক্ষ্মীর তকমা ছুটে যায়।
চৌকাঠের ওপারের মেয়েটা
শুধুই মানুষ যার আছে
একবুক নিঃশ্বাস, একঘর সবুজ।
চৌকাঠের এপারের মেয়েটা
মানুষ নয় গো মানুষ..
লক্ষ্মী, বাড়ির লক্ষ্মী।
তফাত অনেকটা চৌকাঠের এপার ওপার।