ছদ্মবেশ
পিঙ্কু চক্রবর্তী ##
আমি এখন আমার প্রেমিকের ছদ্মবেশে আছি,
তাই যে কথা গুলো ওর বলা হয়ে ওঠেনি,
আজ আমি আমার মুখে শোনাব সেই কথা।
শুনবে তো?
সেদিন দুজনে একসাথে ভিজব বলে শহরের রাস্তায় নেমে ছিলাম,
বহু প্রতীক্ষার পরও আমরা ভিজতে পারিনি,
শুধু অপেক্ষায় থেকেছি, কখন অঝোর ধারায় বৃষ্টি নামবে!
তবু এলো না….
একসময় প্রেমিকা চলে গেল নিজের কাজে,
আমি তার অপেক্ষায় থাকলাম….
পড়ন্ত বিকেলে রাস্তার পাশে,
এক পুকুর ঘাট তখন পুরোপুরি শুনসান।
তার অপেক্ষায় তখন ওই পুকুর ঘাটই আমার একমাত্র আশ্রয়।
একাকী আমি ইচ্ছেতে ভর করে পাড়ি দিলাম নিরুদ্দেশে।
আমার প্রেম তখন শ্রাবণ ধারায় সিক্ত।
নিরুদ্দেশের ঠিকানায় পৌঁছনোর আগেই আমি তার শাড়ির আঁচলের ভাঁজে মুখ লুকোলাম।
মন চাইছে না আর এগিয়ে যেতে…
সে শক্ত করে আমার হাতটা চেপে ধরল,
হঠাৎ রাস্তার কোলাহলে আমার সম্বিত ফিরে এল।