ছোট্ট বেলার কথা
বটু কৃষ্ণ হালদার, কলকাতা
শোন রে বন্ধু হারিয়েছি আজ
আমার ছোট্ট বেলা
চোখের তারায় হারিয়ে গেছে
আমার পুতুল খেলা”
দিঘির পাড়ের মাটি দিয়ে
বানাতাম খেলনা বাটি
পুতুল রানীর ঘর খানিকে
সাজাতাম পরিপাটি”
দীঘির কালো জল দিয়ে
ভরাতাম মাটির ঘট
অতীত দিনের পুরোনো স্মৃতি
নিদারুণ আঁখি পট”
পুতুল রানীর খাবার তরে
কুড়াতাম সজনার ফুল
নিয়ম করে রোজ দুই বেলা
বাঁধতাম পুতুলের চুল”
দুর্বা ঘাসের চুড়ি নোলোক
জড়োয়ার কানের দুল
তুই না এলে রোজ বিকালে
কেঁদে ভাসাতাম কূল”
মাথার টোপোর মুকুট খানি
কিনতাম মেলায় গিয়ে
কোজাগরীর মধ্য রাতে
দিতাম পুতুলের বিয়ে”
এই সব কথা পড়লে মনে
চোখে আসে জল
ছোট্ট বেলা কেনো হারায়?
বন্ধু রে তুই বল”