জলাভাব
মাথুর দাস, দুর্গাপুর
জলকল খুলে দিলে কলকল শব্দ
কলটল বুঝে গেছে দিতে হবে সাপ্লাই —
টলটল নদীজল পলি পড়ে জব্দ
গলগল স্রোত ভাবে কেমনে খাপ খাই !
দলদল মাখা জল দূষণের কবলে
মলমল আলোতে যে দিকেই চোখ চাই —
ছলছল চোখে দেখ চেয়ে আছে সকলে
ঝলমল জীবনে আজ আর ‘জল’ নাই !