জল শামুকের খোলস
অমিত বর
কতগুলো বছর হয়ে গেলো
কোনো খবর নেই !
যে ঠোঁটে এক সময় লাল লিপস্টিকের রং লেগে থাকতো
সে ঠোঁটে আজ পোড়া নিকোটিনের কালো দাগ
ফেলে যাওয়া চাদরে তোমাকে খুঁজে পাইনা আর
তোমার দেওয়া মোমবাতিটাও ফুরিয়ে এসেছে ধীরে ধীরে যেন শামুকের মতো গুটিয়ে নিয়েছি নিজেকে
আজ আর কোনো কিছুই কষ্ট দেয় না
রোদ বৃষ্টি দুই সমান মনে হয় ।।