জাগরণ
অশোক দাশ ##
অসি ছেড়ে মসি মেখে
নতজানু ওরা ছিল মানুষ!
দ্বারে- দ্বারে ভিখারী ঘোরে
প্রাসাদ তোরণে রঙিন ফানুস!!
ক্ষুদিরামের দেশের মেয়ের বস্ত্রহরণ
সূর্যসেন কোন পাহাড়ে লুকাবে মুখ!
রামমোহন, চিতায় পোড়ায় সহমরণ
উচ্ছিষ্ট ভোগেই পরম সুখ!!
বিদ্যাসাগরের বোধোদয় পোকায় কাটে
রবীন্দ্রনাথের সহজপাঠে ধরেছে ঘূণ,
সত্যের বানী নিরব-নিভৃতে কাঁদে
সোনার হরিণ মরীচিকা প্রলোভন।
ভগৎসিঙের প্রতিবেশী কৃষাণ যোদ্ধা
কুরুক্ষেত্র ময়দানে মরণ- পণ,
দেশ রক্ষার শপথে শ্রদ্ধা
সীমান্ত প্রহরায় গন- জাগরণ।