জীবন বায়ু হলে!
বিদ্যুৎ দেব, জালালাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ
সমূহ অবয়ব প্রতিদিন হাঁটে
অনন্ত
নীল
প্রাণের
খোঁজে!
বনের সবুজ পুড়ে যায়
রোদের
তাপ
আগুন
বুকে!
চারিদিকে সতেজ বন, মাঝে লোকালয়
ঘিরেছে পাহাড় চড়া রাগের নদী
জোয়ার – ভাটা সময় গল্প
ঘুরপাকের খেল, বায়বীয় সব
তারবাদে কি কওয়ার থাকে?
জীবনের পথে মৃত গল্প?
জীবন যদি বায়ু হয়
বাকীরা সব সাদা ফুল!