জড়তা
পবিত্র কুমার ভক্তা, খেজুরী, পূর্ব মেদিনীপুর
সুপারি গাছের সারি দেখে কবি ঘোড়সওয়ার হলেন
হিমশীতল যুগের ভয়ার্ত আবেগে যেখানে ঘুম ভাঙেনা
সূর্যকে পিঠে বেঁধে নেমে যাবেন উপত্যকায় যেখানে
অন্ধকার দল পাকায়। শীতে পাহাড়ের দেওয়াল টপকে
কবি ঢুকে পড়বেন মধ্যযুগে, লেপের জড়তা সরিয়ে
আলো জ্বালাবেন। ভেড়ার, ছাগলের পাল চরে বেড়াবে
কাঁটা-ফনিমনসার হাসি। উপত্যকার মানুষেরা সব গুহায় ঢুকেছে
বেহিসাবী অন্ধকারে। শীত মহাশূন্যে অনন্ত জড়তা এনেছে।
ঘোড়সওয়ার কবি কবিতা ছড়াচ্ছেন, আলো ঝরছে
অমৃত-ফলের মতো কবিতার আলো
অন্ধকার সরাতে তৃষ্ণার্ত কবি ক্যাথার্সিসে ডুবছেন
মানুষেরা গুহা থেকে বেরিয়ে পড়ছে ঘোড়সওয়ারকে দেখতে
আলো ছড়াচ্ছে উপত্যকায়
কবিতা ছড়াচ্ছে উপত্যকায়…