ঝরে যাওয়া পাতা
অরিন্দম কাউরী
একদা সময় আমার সঙ্গী ছিলো।
তার সাথেই অপূর্ব আনন্দ।
কোনোদিন সম্পর্কের ঘনঘটায় নীতিকথা আনি নি।
সমাকলনে অভ্যস্ত নই বলে,
আনুপাতিক হারে অঙ্ক মেলাতে লাগলাম।
তবুও রাজধানীতে বিক্ষোভ।
তোমার সাথে যুদ্ধরত রাতটিকে,
অতীতে ফিরে যাওয়ার হুমকি ……
আর এদিকে আমার আমি,
ভেঙ্গে চুরমার।
স্বপ্নের উড়োজাহাজ ,
আটলান্টিকের তলায়-
আজ ও দিতে চায় মণ্ত্রির চাল।
আজ তুমি ব্যস্ত ভবিষ্যতের লীলাখেলায়,
ক্লান্ত সময় ও তাই অভিমানী। আর,,
ঝরে যাওয়া পাতা পড়ে রয়েছে ,
আজ ও তোমার অপেক্ষায়।।