টাকার কেরামতি
গৌতম নায়েক, সাঁইথিয়া, বীরভূম ##
কোথায় গেল মানবিকতা
কোথায় আজ বিবেক বোধ,
শুনছি সবাই টাকার কথা,
বিলুপ্ত প্রতিবাদ, প্রতিরোধ।
আজ আমরা টাকার গোলাম
টাকা সর্বত্র করে বাজিমাত,
টাকা নিচ্ছে লম্বা সেলাম,
আপন পরেও টাকার হাত।
করতে গিয়ে দারিদ্র্যতা দূর
নেতারা ওঠেন ফুলে ফেঁপে,
টাকা বানায় সুর ও অসুর,
মানীর মানও টাকায় মাপে।
টাকা টাকা করছি সাড়া জীবন
কোথায় রবে টাকা, এলে মরণ?