ট্রাপিজের নকশা ছুঁয়ে
নীল ভাস্কর, সোদপুর, উত্তর ২৪ পরগনা ##
তুমি এখনও ঘুমাও মখমল স্বপ্নের ভেতর
অসার পৃথিবীর কোলে
ঝঞ্ঝার রাত্রের পাড়া
থৈ থৈ আগুনের বুকে
ট্রাপিজের মত নকশা আঁকড়ে ধরে
প্রাণপণে ভারসাম্য রেখে যাই আমি
অনর্গল
রেস্তোরাঁর কার্নিশে চুপ করে বসে থাকা ছাড়া
আর কিই বা করতে পারে
ভিজে ডানা, ভারী শরীরের ঘুঘুরা
তবু লড়াই জারি থাকুক
খোঁড়া পায়ে ছুটে আসা থাক
অসীম গোলার্ধ চুরমার করে
ট্রাপিজের নকশা ছুঁয়ে
ভারসাম্য রেখে যাবে শ’য়ে শ’য়ে
মৃত্যুন্মুখী ল্যাংড়া অ্যান্টিলোপ
অসাড় ব্রহ্মান্ডের চোখে আতুপুতু ক্লোয়াকি বিপন্নতা
ভাবলেশহীন এত ঘুম
উদ্যমের সকাল আসার ঢের দেরি আছে
তোমরা ঘুমাও ততক্ষণ ।