তখন
মৃত্যুঞ্জয় হালদার ##
যদি দেখা হত একবার
তবে অদেখার দুঃখ ভুলতাম
সার্থক সকাল সফল হত
তার মেঘময়ূরী এলোকেশে।
শ্যামবরনী শ্যামলী সরমাকে
সহজাত সহজবোধের সহজপাঠে
আজো ভাসা চোখের চাহনিতে
খুঁজে বেড়াই নীলগগনে উদাস মাঠে।
স্মৃতি বিস্মৃত বুঝি তার ঘোর
সংসারী জীবনে অনন্যার অভিমান
অসীম শূন্যের অনন্ত অভিপ্রায়
কোথায় নিরুদ্দেশ নিজস্বতা।
এ জন্মে বুঝি আর হবে না দেখা
যদি আত্মিক টানে বাঁধা পড়ে মন
তবে অসাধ্যও সাধন হবে
চার চোখের চোরা চাহনি হেরাফেরি তখন