তোমার মতো বন্ধু পেলে

 মালিপাখি, কৃষ্ণনগর, নদীয়া ##

তোমার মতো বন্ধু পেলে ভুবন পুরের জোনাকি গাছ,

রামধনু ভোর লাগিয়ে মনে ফুল ফোটানোর শেখাতো নাচ  ।

তোমার মতো বন্ধু পেলে  ————-

তোমার মতো বন্ধু পেলে কাটুম কুটুম রূপকথা সই ,

বলতো এসে, সবাই এসো আমরা জরির জলছবি হই ।

তোমার মতো বন্ধু পেলে ——————

তোমার মতো বন্ধু পেলে হারিয়ে যাওয়া উদাসি ভোর ,

কুড়িয়ে আলো আবার মনে বলতো আমি খুব 

চেনা তোর ।

তোমার মতো বন্ধু পেলে  ——————

তোমার মতো বন্ধু পেলে উদাস পুরের সব কচি ঘাস ,

বলতো জাগো, জাগো আবার রাতের শিশির,যুঁই ,বেলি মাস ।

তোমার মতো বন্ধু পেলে  ——————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =