দহন
শুভেন্দু চট্টোপাধ্যায়, খাতরা, বাঁকুড়া
##
জৈষ্ঠ্যের দাবদাহ, ঝলসানো রোদে
সানস্ক্রিন কোম্পানির অপমানী ক্রোধে,
হলদে পাতারা কাঁদে, জলহীন বিল-
জল খোঁজে সারমেয়- খেয়ে যায় ঢিল।
প্রকৃতিও লাথি মারে, আয়ূরেখা ক্ষীণ,
এ বড় দহনের দিন।
ফটকের চৌকাঠে আষাঢ়ের পদধ্বনি,
রোমে রোমে শিহরণ, আশার আসন বুনি।
বিদেশে আমার প্রিয়, পড়ি বসে মেঘদূত,
দিন বুঝি যায় থেমে, আমি শুধু দলছুট।
হৃদয় মরুতে বাজে বিরহের বীন-
এ বড় দহনের দিন।