দাহতন্ত্রে পুড়ে যাচ্ছে
প্রণব কুমার চক্রবর্তী, বারাসত, উত্তর ২৪ পরগনা ##
দাহতন্ত্রে পুড়ে যাচ্ছে আমার সবকিছু
আমার গার্হস্থ্য সুখ,শান্তি এবং
ভালোবাসা …..
শরতের শিউলির মতো
সাদা সাদা উল্লসিত মেঘগুলো সব
ঋতু ভিত্তি করে
ঘরে ফিরে আসা মেয়েদের মতো
পথের কোন এক
ঝোপ-জঙ্গলের ধারে ফেলে রেখে এসেছে
তাদের অনাকাঙ্ক্ষিত প্রাণের খণ্ডগুলো …..
বাতাস এইসব দেখে মন মরা
কিন্তু, প্রতিবাদে অক্ষম
অপারক
যে নদী গতি হারা হয়ে পড়েছিল
সে ও এই দৃশ্য দেখে
শুরু করেছে
সমস্ত যৌবনের পসরা সাজিয়
উন্মাদিনীর মতো পাহাড়, মাটি এবং
অরণ্য কাঁপিয়ে
ছুটে গিয়ে
মিলিত হতে চাইছে সমুদ্র গর্ভে …..
সারাক্ষণ
বুকের ভেতর শুনতে পাচ্ছি
ছুটন্ত এক অন্ধ-মোহগ্রস্ত ঘোড়ার
টকবগ টকবগ খুরের আওয়াজ …..