দিন যখন অন্ধকার
সুমান কুণ্ডু, কলকাতা ##
জীবন যন্ত্রণাময় এক হিন্দি চলচিত্র
শুরুর আগেই শেষের শব্দতরঙ্গ
পাহাড় ভাঙা মেঘের হারিয়ে যাওয়া,
পথের কাঁটার বৈচিত্র্যের সংমিশ্রণ।
কথাগুলো যেখানে কালো তেলের ড্রামের মত
গড়িয়ে পার হচ্ছে এক গভীর জঙ্গল।
মাটি ফুঁড়ে উঠে আসা ধোঁয়া
আকাশে পৌঁছানোর আগেই
ছবি হয়ে যাচ্ছে, পাড়ার চাপাকলের মত।
আয়নায় প্রতিফলিত রোদ্দুর
হারিয়ে গেল সেই দূরের চাঁদে
যেখান থেকে পথ চিনে ফেরা
এক আঁচলা জল ও সালফারের মিশ্রণের গরম।
আমি দাঁড়িয়ে আছি অন্ধকার কূপের কীণারে
অভুক্ত, নিদ্রাহীন, ক্লান্ত এক বাঘ
যেন উঠে আসছে কপিকল বেয়ে।
সিনেমা শুরু হতে এক পল বাকী
অল্টার করা জামা গায়ে পল,
ছুটে আসছে নদীর উপর দিয়ে
আরও দূরে, আরও কাছে, পাশাপাশি।
‘কাগজ’ – সেতো ছিঁড়ে ফেলেছি
আগুনের দিকে চোখে চোখ রেখে দিন গোনা
বাঁচার রসদ জুটিয়ে
কালো বেড়ালের চলে যাওয়ার অপেক্ষা,
ভালোবাসা, প্রেম এবং সূর্য সীমাহীন।