দুঃসহ একা
শাশ্বতী গোস্বামী, মেদিনীপুর
প্রেমের সীমান্ত ছুঁতে বলেছিলে তুমি,
আমার প্রেম চেয়েছিলো দিগন্তরেখার প্রত্যয়!
মিলিয়ে গেছে তোমার প্রেমের হাত,
শুকনো খটখটে প্রেম শুধু বিলীয়মান
অস্তিত্বের সঙ্কট নিয়ে তবু পিছুটান!
আমি সেই আকণ্ঠ তৃষ্ণায় নিমজ্জিত,
বর্নহীন, গন্ধহীন, স্পর্শহীন প্রেমাতুর,
এক স্বপ্নিল আবেশঘন, ছন্দবদ্ধ, সুশৃঙ্খল
বিস্ময়ে আকাঙ্খিত বন্ধুত্বের প্রীতিশায়,
আজও পথ চেয়ে বুভুক্ষু প্রেমাশায়!
নীলজলে ধুয়ে নিতে প্রেম , আজো ক্ষুধাতুর
পুবে, পশ্চিমে , ডাইনে , বাঁয়ে শুধু শর্তহীন
প্রেম নিয়ে বেঁচে থাকি দুঃসহ একা একা!
আজও চেয়ে থাকি দুরন্ত, রক্তিম গোধূলির বাঁকে
প্রেমহীন, স্বপ্নহীন, বন্ধুহীন দুরাশার দুর্বিপাকে!