দু’চোখের দৃষ্টিতে
সুপ্রিয়া চক্রবর্তী
আসমানী নীল দিগন্ত চাদরে
মনের তুলিতে নকশী কাঁথার নকশা আঁকি,
নিভৃতে তোমার হৃদয়ে লিখি তাম্রলিপি
তুমি কী আজও পড়তে পেরেছো সে ভাষা?
দিবারাত্র ছোট খোকা পড়ে যায় সহজপাঠ, ধারাপাত, নামতার গুনিতকে হারিয়ে যায় ছেলেবেলা
শীতের সকালে বিসন্ন আকাশ ঢেকে দেয় কুয়াশার চাদরে জ্বলন্ত রবি কিরণ
শিশিরে,শিশিরে স্নাত হয়ে থাকে সবুজ মাঠের কচি তৃণদল
ঠান্ডার দাপটে অভুক্ত প্রাণ গুলো হাত,পা, ক্ষুধার্ত পেট সেঁকে নেয় কাঠের আগুনে
লাল,নীল বাতি জ্বালা নৈশ্য ক্লাবে লাল পানিয়ের সাথে টাকা ওড়ে তরুণ,তরুণীর
নেশার আদরে
গ্রাম থেকে ট্রেন এ চড়ে কলকাতায় অন্ন সংস্থানে আসে বাবুর বাড়ি শাঁখা পলা পরা
হাত দুখানি