দোলের দিনে
মাথুর দাস, দুর্গাপুর
দোলের দিনে গোল বাধালো কৃষ্ণ এবং রাধা
বললো, “এবার এমন দিনে রঙ খেলা-তে বাধা,
“কীসের বাধা ? কেনই বা তা ?
ভোল বদলে হবেই যা-তা,
মান দেখালো পাড়ার যত দিদি এবং দাদা।
“রঙ দিয়ে আজ রংবাজী হয়, রঙের গোলাম কেনা
ঢঙ মেরে সব সঙ সাজে, নেই প্রেমের লেনাদেনা”,
রাইকিশোরী বললো, “সরি,
এমন দিনে কীই বা করি,
রঙ গুলি যে স্পর্শকাতর এক এক প্রতীক, চেনা”!
বললো কানু বিজ্ঞ-ঝানু, “তার চে’ চলো যাই
বাজিয়ে বাঁশি প্রেমের সুরে খেয়ালি গান গাই,
এখন রঙে বেজায় সীসে
মিষ্টি রঙিন রঙের বিষে,
সে সব ছেড়ে মনের রঙে ভরাই জীবনটাই”।