নির্জনবাসের ইচ্ছে
বাসব রায়##
চিবুকেশ্বরী মন্দিরে শান্তির খোঁজে যাই
পড়ন্ত বিকেলে আলোআঁধারির পথ
আত্রাইয়ের বুকে প্রথম যৌবনের স্রোত
অতিপ্রাচীন বটগাছগুলোর ছায়ায় অতিপ্রাকৃত ভাবনার অবকাশ একেবারেই উড়িয়ে দেয়ার নয় –
এখানেই শ্মশানে পোড়ানো হয় শব !
ক্ষুধাতাড়িত হৃদয়কে স্বস্তির বাতাস দিই
রাখাল রাজার সাথে জমে ওঠে আলাপ
চিনিবিহীন চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্জনপুরীর গল্প শুনি –
একাকী রাখাল রাতের অন্ধকারে চিবুক মন্দিরের রাজা ৷
তৃতীয়ার চাঁদ বটের পাতার ফাঁকে উঁকি দিয়ে যায়
প্রচ্ছন্ন ভাবাবেশে মনকে ভাসিয়ে নিয়ে যাই অচেনা স্বর্গের ঠিকানায় —-
রাখাল রাজার কাছে বিদায় নিয়ে ফিরে আসি , মনের কোণে নির্জনবাসের ইচ্ছে জেগে ওঠে – ৷