পংক্তিপুরাণ
অমিয় মল্লিক, পাঁচপোতা, উঃ২৪ পরগণা ##
নক্ষত্রদের গতিপথে অবধারিত র’বে নির্ধারিত সম্ভাবনা,
বুকের মধ্যে পাপবিদ্ধ অপমানের দু’ফোঁটা কান্না।
রিক্ত সময়ের শূন্য আর্তনাদ বিবর্ণ ক্যানভাস,
অনন্ত চলাচল তবু প্রত্যয়ের একলা আকাশ।
স্পর্শের বিবর্ণতাই যেন অনাবাদী নিঃস্বে বাঁধা,
ধূলোময় পথেই লুটোচ্ছে প্রান্তীয় আত্মার মগ্নতা।
অজানা এক সমীকরণে ছিন্ন হচ্ছে চেতনার দ্বৈরথ,
অসহায় আমি চেয়ে চেয়ে দেখি নিশ্চিত আত্মপতন।
চোখ বুজেও স্পষ্ট দেখা যায় স্মৃতির পটচিত্র,
মুহুর্তের ভগ্নাংশে বদলে যায় দিগন্তের বিস্তৃতি।
বিপন্ন ভাবনার আকাশে ওড়ে পেটকাটি চাঁদিয়াল,
চিরঋণী জীবনের কাছে বাদামী কষ্টের ঘামে ভেজা সংসার।
নাছোড় অভিকর্ষে ফিরে ফিরে আসে প্রহৃত ঘ্রাণ,
স্বপ্ন বেচছে খিদের মুখে নিপুণ কুশলী সওদাগর
তুচ্ছ প্রাণ, আজানুলম্বিত স্বপ্নের বৃত্তে চিরনশ্বর