পজিটিভ-নেগেটিভ
সুমান কুণ্ডু ##
চারিদিকে পজিটিভিটির ছড়াছড়ি
সরকারেরও ভীষণ কড়াকড়ি
আগে জানতাম নেগেটিভ কেউ চায় না
দেখছি এখন পজিটিভেই যত বায়না।
পজিটিভ হলে থাকো বসে ঘরে
এত দেখছি উলোটপুরাণ মানুষের বরে
নেগেটিভ হলে ঘোরো ইতিউতি
বেড়ে যাবে সব বজ্জাতি।
গন্ধ নেই নাকে, মানে তুমি পজিটিভ
স্বাদ আছে মুখে হল নেগেটিভ
ওষুধ চিবাও পজিটিভ হলে
জনগণ পড়েছে আচ্ছা যাঁতাকলে।
বছর ঘুরলো, তবু হল না সমাধান
বৃথা এখন ভ্যাক্সিনের জবান
আসছে নাকি তৃতীয় ঢেউ
দ্বিতীয় সংক্রমণে, কুপোকাৎ কেউ কেউ।
সাবান, স্যানিটাইজার, বদনবস্ত্র কত কি
কিছু কি দিয়েছি বাকি?
তবু শেষে হলাম পজিটিভ
সোয়াব হয়ে গেল রিঅ্যাকটিভ।
এ লড়াই চলছে চলবে
বিজ্ঞানই শেষ কথা বলবে
ঈশ্বর তো মাথার উপরে আছেন
পৃথিবীতে বিজ্ঞানীরাই শেষে বাঁচেন।
শেষ হবেই নেগেটিভ-পজিটিভের এ খেলা
এল বলে নতুন সুখবর সকালবেলা
রোগমুক্ত বিশ্ব দেখবো সকলে
অচীরেই আসবে সব মানুষের দখলে।।