পদাতিকের ডায়েরি
প্রণবকুমার চক্রবর্তী, বারাসত, উত্তর ২৪ পরগনা ##
সত্যি করে বলছি
এতদিন আমি কোনও কিছুকেই তোয়াক্কা করিনি
কাউকেই তেমন গুরুত্ব দিয়ে দেখিনি
কাউকেই ঈশ্বর বলে মানিনি ….
পদাতিক আমি
আমার দু পায়ে লেগে ধুলোর অস্থিরতা
আমাকে সারাক্ষণ মাতিয়ে রেখেছে
শিখিয়েছে
মানুষের ভেতরে প্রকৃতির উদারতা খুঁজতে
একটা সমতা রক্ষা করে চলতে ….
আমার ভাবুকতায়
একের পর এক এসে জুটেছে
জীবন বৃত্তান্তের সঙ্গীত
গাছপালার সঙ্গীত
মাটি এবং মহাশূন্যের সঙ্গীত
পথে প্রান্তরে চলতে চলতে যেখানেই গিয়েছি
মৃত এবং অর্ধমৃতদের মুখ থেকে
খুটে খুটে তুলে নিয়ছি
সব অকথিত কথাগুলো
কিন্তু
কোন কিছুরই আমি তোয়াক্কা করিনি
সবটাই অবঞ্জায়
হাওয়ায় উড়িয়ে দিয়েছি কাটা ঘুড়ির মতো ….
কোত্থাও কোনও শান্তি পাইনি
পদাতিক আমি
একা ঘরে বসে
নিজের সাথে নিজেই যুদ্ধ করেছি
অবশেষে
পড়ন্ত সূর্যের নরম গোধূলির আলোয়
আমি তার দেখা পেয়েছি
এই দেখো
আমি নিজেই
সবুজ পাতার নৌকা নিয়ে বসে আছি
গাইছি তোনার জন্য
ভালোবাসার ভাটিয়ালি গান …..
তোমার আলিঙ্গনে আমার
সব অভিমান , সব আভিজাত্য এবং গর্ব
গলে একেবারে জল হয়ে গেলো …..