পাথর বুকে
দীপক জানা, বালিচক, পশ্চিম মেদিনীপুর ##
কথা মুক পাহাড় শিশু চোখের দুর্বোধ্য লিপি
আলো ছায়া জীবন বিন্যাস
বেইমান মনে হতেই পারে
যদিও সময়….
তবু চোখ আশ্রয় পাখিও ওম খোঁজে
মিন আঁখি লক্ষভেদী তির
কতটা আত্মদহনে চিতা জ্বলে ওঠে ?
কতটা অদৃষ্ট দোহাই?
খেজুরের রক্তক্ষরণে সুমিষ্ট নলেনগুড়
বুঝবেনা কেউই
অথচ ফুল ভালো লাগলে
সেটুকুই সঞ্চয়ে ঝুলি, এক জীবন সহস্র যাপন
দোষারোপ প্রাপ্যই থাক
জানি, পাতা শুধু কাঁদতেই জানে
পোড়া মন জমা থাক অব্যক্ত যন্ত্রণার হাতেই ,
নিরুক্ত কথাও।