পুতুল চোর
প্রবীর রায়, হিলি, দক্ষিন দিনাজপুর ##
ঘরের পুতুল হারিয়ে
যাচ্ছে ভরাট পূর্ণিমাতে
ঘেউ এর শ্লেষ
ক্ষিপ্ত বদনে পুতুল যন্ত্রণাতে লোভীর ছোবল সফেদ বস্ত্রে উতলা অভিলাষে
ধ্বংস প্রলয় সমাজ
কল্পে ইঙ্গিত পূর্বাভাষে
চৌর্যবৃত্তি বাবুদের
ঘরে পুতুল খেলার মত
ভাঙছে-গড়ছে
নিত্যনতুন লণ্ডভণ্ড শত
অর্থ আসল স্বার্থ
আপন বাস্তব অবনিতে
আবারো আসছে ওদের বংশ
সময়ে আঘাত দিতে
কোথায় লুকিয়ে রাখবো
যে আমি আমার পুতুল মাকে
খুঁজছে দানব নাক
ঘেঁষটিয়ে গোপনে ছিনবে তাকে
দেশের পুতুল-পথের
পুতুল ওদের গোপন ঘরে
তস্কর ভয় মেয়েকে
কাঁদায়,যে-পাইনা ভয় ঝড়ে
ভয় পেয়ে মেয়ে লুকিয়ে
চেঁচায় আমায় বাঁচতে দাও
একবার মারো বারবার
নয় হে ক্ষিতীশ গর্ভে নাও।