প্রতিদান
জয়ীতা চট্টোপাধ্যায় ##
রক্তের ভেতর আঁশটে গন্ধ থাকে যেমন
তেমনই চেতনা চৈতন্যের জট
মানুষের এ জীবন কি অগাধ
পৃথিবীর চোখে চোখ রেখে
রাতের ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছ মাথা থেকে জঞ্জাল
চিনিনি তোমায় চোখে কুয়াশা ছিল বলে
বুকের ভেতর চলেছিল হুল্লোড় গত বারের দোলে
বাতিল হওয়া তারার বুক ঘেঁষে
নেমে আসা রাতের আকাশে
তবুও সহজ হৃদয় কাঁচা ফুলের মতো
ফেনার মতো মেঘ আসে তবু করিনি তোমায় বিব্রত
নতুন শিশুর মতো প্রেমেরও জন্ম হয়
পুরোনো মায়ের মতন প্রেমেরও মৃত্যু হয়
মুখ বুজে সহ্য করা প্রেমের অপমান
পৃথিবীর মানুষের ভিড়ে ভাষার চক্রান্ত
মেনে নিয়েছি দানে পাশে রাখা প্রতিদান।।