প্রদীপের তলায় অন্ধকার
সুনন্দ মন্ডল ##
শেষ বাক্যের অপেক্ষায় আছি
শ্রাবণের ধারা মেখে।
তোমার জড়িয়ে থাকা কথার ওপর
ভাগ্যের ইতিহাস লেখা হবে।
তুমি ইচ্ছে করলেই
সমান্তরাল রেখা কিংবা
সিঁড়ি ভাঙা গাণিতিক সূত্র হতেই পারো।
শেষমেশ ধরা দিতেই হবে ত্রিভুজের কোণে
আমি বাহু হয়েই ছড়িয়ে থাকব।
তোমার নিরহংকারী প্রদীপ জ্বালাও!
তলায় অন্ধকার থাকলেও
স্বীকার করে নেব জৈবনিক প্রবৃত্তি।