প্রবহমান
দেবী ##
একটা নৌকা খেলার ছলে
ভাসিয়ে ছিলেম জীবন খাতে।
হঠাৎ কখন পথের বাঁকে
পথহারা হয়ে চলতে থাকে।
ঢেউয়ের তালে চলতে চলতে
পড়লো ঝড়ের মুখে মুখে
কখন যেন লড়তে লড়তে
হারিয়ে ফেলে আশা আলোর
পাড়ে ফেরার সে ঠিকানাকে।
পায় না খুঁজে নৌকা বাওয়া
দাঁড়খানি রে।
পাল তোলা সেই মাস্তুলটা
আজ দমকা ঝড়ে
হারিয়ে গেছে।
সাগরের অসীম টানে
যায় ভেসে যায়
মরণপানে।
চলার মাঝে লড়াই আছে
সেটাই জীবন
বুঝেছে আজ
একলা চলে।