প্রশংসা
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
বিদ্যুৎ বেগে গড়িয়ে আসে ভাবনা, আছড়ে পড়ে তুমি নাম আকাশে, সতেরো বছর পরেও উড়ান ভরে তারা গোনার বায়না।
পুরনো প্রশংসা করতে করতে তোমার ওষ্ঠ ক্লান্ত হয়না?
বৃষ্টির রাতে পাতার চাঁদোয়া করে বসি মুখোমুখি, মেঘেদের আয়না,
বসতি তোমার আমার বেড়ে ওঠে দূরে,
তুমি গাইবে গান, আমি জড়িয়ে বসবো তোমার হাত,
দূর থেকে যে তোমায় ছোঁয়া যায়না।
না কোনো প্রশ্ন উঠবে না আর, কে কাকে বসেছে বেশি ভালো,
উত্তর বাতাস বলে গেছে চুপিচুপি, পুরনো প্রশংসা তুমি কেনো করো বারবার? ভালবেসেছ তুমি আরও আরও