প্রেমদিবসে দু’চার কথা
মাথুর দাস, দুর্গাপুর ##
‘দিবস’ করে কী বশ হয়
জানা নেই তা কারো,
সেই দিনটি কেটে গেলেই
ঝুটঝামেলা আরও ।
প্রেমদিবসে প্যাঁচটি কষে
ধূর্ত দোকানদার,
দ্বিগুণ দামে বিকোয় হাজার
রঙীন উপহার ।
সত্যি যারা বাসেই ভালো
তাদের বাসাবাসি,
চলতে থাকে সারাজীবন
হয়না মোটেই বাসি ।
ভালোবাসার হয় নাকি দিন ?
হৃদয় বিনিময়,
লোকাল প্রেমের ভোকাল টনিক
‘ভ্যালেন্টাইন’ নয় ।