ফাগুন হাওয়ায়
বিমল মণ্ডল, খেজুরী, পূর্ব মেদিনীপুর
দুরন্ত ফাগুনে প্রকৃতির আবেশ
পোশাকে মোড়া লাল পলাশের
বসন্তও মেতেছে বিচিত্র রঙে
সারা শরীরে লেগেছে রঙ গাছেদের বুকে
একবুক ভরসা শুধু বসন্ত প্রেমের
অথচ,
আকাশে গাঢ় মেঘ সেজেছে ঘন কালো রঙের
তুমি হীনতায় ভেসে নতুন স্বপ্ন দরিয়ায়
শীতের কাছে আসবে না বলে
তবুও শীত আবার ফিরে আসে
তোমার বুকের ভেতর
শুধু একরাশ উষ্ণতার অভিনন্দন
আমার নিঃশ্বাসে ঘুরেফিরে আসে
এলোমেলো ভাবে
এখনও খুঁজে বেড়াই লাল পলাশের ঝোপে
নেচে উঠেছে আমার শরীরী প্রেমে
রংবেরঙের আতসবাজি
ফাগুন হাওয়ায় খেলছি রঙে
প্রেমের শরীর জ্বলছে পুড়ে
তুমিহীনতায় এখনো বিনিদ্র রাত কাটে ।