ফুঁসছে প্রকৃতি
গৌতম নায়েক ##
ফুঁসছে প্রকৃতি ফুঁসছে, ফুঁসছে তীব্র রোষে,
সৃষ্টি বুঝি ধ্বংস হবে তার করাল গ্রাসে।
মাতৃ রূপে সয়েছে প্রকৃতি সকল অত্যাচার,
এবার বুঝি সময় হয়েছে রুখে দাঁড়াবার।
মানব রূপী দানব করেছে সকল অনাদর,
লোভ লালসায় পূর্ণ যার বাহির ও অন্তর।
সূর্য তাই দিনে মাথার উপর অট্টহাসে,
বাঁধছে তার আলট্রা ভায়োলেট নাগপাশে।
হিংস্র ব্যাঘ্রের গর্জনে ধায় টর্নেডো টাইফুন,
সুনামি এসে কাঁপিয়ে দেয় সকল তনু মন।
প্রায়ই তো হচ্ছে বিশ্বের ভূ – কম্প ফিভার,
পৃথিবীর ফুসফুস অ্যামাজনে হয়েছে ক্যান্সার।
মেরুর বরফস্তর গলছে, বাড়ছে সাগর তল,
ক্ষয়ে ক্ষয়ে আজ ক্ষয়িষ্ণু ভূ গর্ভস্থ জল।
বৃষ্টি বন্যা কেড়ে নেয় সবই জলদস্যু রূপে,
অনাবৃষ্টি, খরা কোথাও প্রকৃতির অভিশাপে।
গিলবে প্রকৃতি গোগ্রাসে এবার সভ্যতা,
ইতিহাস হয়ে যাব, যেমন সিন্ধু বা হরপ্পা।
মানুষের আজও ভাঙছে না তবু সুখ স্বপন,
নির্বিচারে চলছে আজও বৃক্ষচ্ছেদন নগরায়ন।
প্রকৃতি দিচ্ছে লিপ্সার যোগ্যতম জবাব,
হুশ নেই মানুষের, পাল্টায়নি তবু তার স্বভাব।