বড়দিন
স্বপ্না আচাৰ্জী, কোচবিহার ##
এত বৈচিত্রে ভরা ভারতবর্ষে,
অনেকগুলো দিনের মাঝে —
শুধু একটা, একটাই বড়দিন।
পৌষের রাতে, ধানসিঁড়ি নদীর কাছে ,
আমার বোধ প্রার্থনা করে —
দিনটাকে আরও বড় করার,
যেন অনেকক্ষণ আমি থাকতে পারি
মা মেরীর কোলে।
আমার সমস্ত প্রবহমান প্রদাহ
শিশিরের শব্দে শান্ত হোক।
আমার সমস্ত ঘৃণা, বেদনা
জোনাকীর আলোয়
ঝলমল করে উঠুক।
অবিরল অন্ধ তমায় ঢাকা
পাণ্ডুর হৃদয়
আলোর আস্বাদনে চাঁদ আর সূর্যকে
আলিঙ্গন করুক এই বড়দিনে।