বন্ধু
সুবল দত্ত
তখন আমাতে কষ্টের ঢেউ ছিল
আর ছিলো নানা আকুতির মুর্ছনা
জানিনা কি কেউ ছিলো কিনা যাকে খুঁজতাম
আমার কষ্ট মোচড়ের পুরো ভাগীদার
এখন আমাতে খুশি আর খুশি ধরে না
লোকে বলে কিরে সবকিছু ফিরে পেলি তো
আমি সব ভুলে রঙিন পৃথিবী খাচ্ছি
ভুলে আছি এই এইখানে ছিল ক্ষত
তবু কোথা কেউ থাকে না যখন সন্ধে
ওই তুচ্ছ অনু ক্ষতে নেমে দেখি
দারুন গর্তে তলানিতে কিছু অশ্রু
আধডোবা আছে কষ্ট হারানো হাহাকার
সেখানে আমার আমিতে এখনো খুঁজছি
ফেলে আসা দুখ উল্টে পাল্টে নিয়ত
কে ছিল আমার অনু রেণু যন্ত্রণা
কে ছিল আমার সর্বকালের দোসর