বরাভূমের মাঝি দাসী
দীপঙ্কর নস্কর, আসানসোল
মাঝি গেচে হাল চষতে
কানা পাহাড়ের কোলে
শাল পাতার খেজুর ঘরে
মন কত কথা বলে।
সুবর্ণরেখা পেইরে আমার
বাপের বাড়ির দেশ
তাগার ঘরে ভাত জোটেনা
দুঃখের নি শেষ।
ভোর না হতে ঠিক দুকুরি
শালের বনে ঘুরি
সাঁঝ বেলাতে পড়সি সাথে
আপন ঘরে ফিরি।
বে হয়েচে বছর পাঁচেক
কোলে দুটি পোলা
মাঝি আমি খেটে মরি
পেট ভরে না থালা।
আড়িদার মেটো ঘরে
কাটাই দিবা-নিশি
বরাভূমের পাহাড় গাঁয়ের
আমি মাঝি দাসী।