বর্ষশেষে জাতীয় নাট্যোৎসব গোবরডাঙা নকসার
বছরশেষে নাট্যোৎসবে মেতে উঠতে চলেছে নাটকের শহর গোবরডাঙা। আয়োজক গোবরডাঙা নকসা। নকসা আয়োজিত জাতীয় নাট্যোৎসব বা রঙ্গযাত্রার এবার অষ্টম বর্ষ। অন্যান্যবারের মত এবারও উৎসব হবে গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রে। ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে উৎসব, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। বাংলার পাশাপাশি অসম, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য থেকে মোট পনেরোটি নাট্যদল অংশ নেবে এই উৎসবে। নাটকের পাশাপাশি প্রতিদিনই থাকছে আলোচনা সভা, বিষয় – Space factor in contemporary theatre. থাকছে নাটকের উপরে প্রদর্শনীও। প্রতিটি নাটকের পরে থাকছে নির্দেশকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। নকসার পক্ষ থেকে আশিস দাস জানিয়েছেন, জোর কদমে চলছে উৎসবের প্রস্তুতি।
ভাল নাটকের কদর সব সময়েই করেছেন গোবরডাঙাবাসী। অসংখ্য নাটকের দল এই শহরে। অন্যান্য জায়গার ভাল নাটক নিজেদের শহরে বসেই দেখার সুযোগের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন নাটকের শহরের মানুষজনও। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন, জাতীয় নাট্যোৎসব রঙ্গযাত্রায় ফের রঙিন হতে চলেছে গোবরডাঙার মঞ্চ।