বর্ষা বিলাস
বিশ্বজিৎ রায় ##
ঐ দেখো ঐ আকাশ পানে
মেঘ আসছে ইন্দ্রযানে
দিন দুপুরে সূয্যি ঢাকে
তমস্বিনী তাইতো লাগে।
গুড়গুড় হাঁক শুধুই ডাকে
দুধের শিশু ভয়েই কাঁপে
জড়িয়ে ধরে মায়ের কোল
উঠল বেজে কান্না রোল।
খালবিল সব ভরলো জলে
মিন খেলছে আপন তালে
ভেকেরা সব সপ্তসুরে
আনন্দতে গান ধরে ।
কলমীলতা নাড়িয়ে মাথা
ভুলছে দেখো গ্রীষ্ম গাথা
হংসযুগল দীঘির জলে
প্রেম বিলাসী ডানা মেলে ।
ধান বুনছে যত চাষা
সোনার ফসল সবার আশা
রাখলে খেয়াল পৃথ্বী তরে
প্রকৃতি দেয় আঁচল ভরে।