বাড়াবাড়ি
মৃত্যুঞ্জয় হালদার ##
করোনায় কানাকানি চারপাশে
ভয়ে ভয়ে বেঁচে আছি পরবাসে।
কেউ নীতি নিয়মের বেড়া ধরে
দিনরাত এক করে থাকে ঘরে।
কেউ ধার ধারে না নিয়ম নীতি
নেই তার করোনার কোনও ভীতি।
সকাল হলে বাজারে হুড়াহুড়ি
ব্যাগ ভরে কেনাকাটা পুরোপুরি।
নামে মাস্ক মুখে টাস্ক দাড়িতেই
কেউ ভুলে মাস্ক খুলে বাড়িতেই।
সকলের খুব তাড়া বাজারেতে
কার আগে কে নেবে হবে যেতে।
সচেতন নেই কেউ তাই ছাড়
(তাই) পৃথিবীতে বাড়াবাড়ি করোনার।