বিচার চাই (ভাগাড় প্রসঙ্গে)
সবিতা কুইরী ##
বিচার চাই বিচার
চাই
আমরা পশুপাখি,
আদালতে যাচ্ছি
মোরা
তোদের দেখাদেখি।
কিসের বিচার
চাইছি শোন
কিবা মোদের নালিশ,
মরার পরে দিচ্ছে
মানুষ
মোদের গায়ে পালিশ।
হে আদালত বিচার
কর
কেন এমন কৃতি?
দিচ্ছে পুরো
নষ্ট করে
মোদের পরিচিতি।
বেড়াল থেকে হলাম
খাঁসি
খেল মানুষ সুখে,
জমালয়ে কি পরিচয়
বলব নিজের মুখে?
বিচার চাই,কর বিচার
ওগো বিচার পতি,
কোন অপরাধ
পশুপাখির
এমন পরিনতি।
বিচাই চাই বিচার
চাই
আমরা পশুপাখি,
বেড়াল থেকে মোরগ
কেন?
মানুষ কর দেখি????