বিশ্বাসঘাতক
মিঠুন মজুমদার ##
সিরাজের সৈন্যরা সারি বেধে থাকে,
বুকেতে রেখে হাপর।
তোমার ঐ চোখের তফাতে,
লুকিয়ে আর এক মিরজাফর।
মনে মনে আমি কবেই মরে ভূত,
পরাজিত এক সৈনিক।
শ্বেত পতাকা উড়িয়ে দিয়ে,
কপালে তিলক গৈরিক।
সিংহাসন আজ লুন্ঠিত ধুলায়,
রাজায় বনবাসে।
আমি হারি বা জিতি তাতে তোমার,
কিই বা যায় আসে!
আশায় আশায় মরে সে চাষা,
সূর্যকে করে সাক্ষী।
রাম বনবাসে সীতা লঙ্কায়,
ডানা কেটে মরে পক্ষী।
একদিন সব হবে সোচ্চার,
ভেঙ্গে যাবে সব ব্যারিকেড।
সিরাজেরা তবু বারবার মরে,
জেগে আজও, সেই জগৎ শেঠ।