বুদবুদ
রূপবিলাস মণ্ডল ##
কোন এক সন্ধ্যায় তোমার
হৃদয়ের উষ্ণ প্রস্রবণ ,
উষ্ণতা আমায় ঢেলে দিয়ে
শীতলতা করেছ বরণ।
জীবনের ধারাপাত জুড়ে
যোগ বিয়োগের এই খেলা ,
বিষন্ন আকাশ বুকে করে
বিশ্ব পথে হেঁটেছি একেলা।
ক্ষণিকের অতিথির মতো
কিছু পথ ধরেছিলে হাত,
হাত ছেড়ে কোথায় হারালে,
কুসুমিত শুভ্র প্রভাত!
আমার প্রগাঢ় অনুতাপ
তোমায় নামায় মেঘ করে,
বৃষ্টি, সে দূরে সরে রয়
স্বপ্নের ক্রন্দসী পারে।
নিত্য এ আসা যাওয়া খেলা
বুদবুদ ঊর্মিমালায় ,
প্রেম আর অপ্রেম মিলে
জন্মায়, অসীমে মিলায়।