বৃষ্টি নেশায় ভরা

 

অমিত পাটোয়ারী

ঝড়ের পরে বালতি ভরা। টুপটাপ-
ক্রিমক্রেকারে চুবিয়ে নেয়া এককাপ

চেয়ার দু’টো ভিজে গেছে, হাত রেখোনা
আজ রাত্রের ডিনার হবে ইলিশ ভুনাহ্।

শীত করছে ? কাঁথা-কম্বল আলমারিতে
এসো, আমার হাত ডুবে যাক নীল শাড়ীতে

আজকে রাতে কাব্যগুলো শব্দ পাবে
বৃষ্টি হলে দাঁড়ি, কমা সব পথ হারাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + thirteen =