বে রঙিন বসন্ত
বটু কৃষ্ণ হালদার, কলকাতা ##
রাঙ্গামাটির শিমুল,পলাশের ওই পথ ধরে আমি আর যাই না,
শুধু তুমি যাও বলে।
তোমার নিগূঢ় ইচ্ছার দাম দিতে গিয়ে নিজেকে ঢেকে রেখেছি বিবর্ণ বনবাসের গহীনতায়।
আর কেনই বা যাব?
শুধু তুমি চাও না,
আমার জীবনে নেমে আসুক বসন্ত। তোমার কোমল হাতের স্পর্শে,
যে মরুভূমিতে বসন্ত নেমে আসত
কোমল তৃনের দল দক্ষিণ বাতাসের তালে তালে মাথা নোয়াতো,
সে হাত দিয়ে আমার হৃদয়ে সদ্য ফোটা গোলাপের কুঁড়িটির ইচ্ছাশক্তি কফিনবন্দি করেছে।
বসন্তের রঙিন গোধূলি ফ্যাকাসে হয়ে মিশেছি দূর সীমান্তে।
কোকিলের মিষ্টি কলতান আমার কাছে সানাইয়ের বিষাদময় সুর।
তাই আজ দূর নীলিময় রঙিন হলেও আমার কাছে অন্ধকূপ এর মত।
আমার হৃদয় কারাগারে অনেকগুলি বসন্তের অপমৃত্যু ঘটেছে,
শুধু তোমাকে খুশি করতে গিয়ে।