ভগীরথ

বিশ্বজিৎ রায় ##

আজকাল নিজেকে বড্ড একা, বিষন্ন মনে হয়।

 মনে সেই শ্রীকান্তের উত্তাপও নেই,

কবিগুরুর ” শেষের কবিতা”ও আর মনে সেভাবে দাগ কাটে না।

অথচ দেখো, উপকরণের কোনও অভাব নেই-

আগের মতই সেই  সেল্ফ ভর্তি রবীন্দ্রনাথ, সেক্সপীয়র বা আলেকজান্ডার পুশকিন ।

 জানালার ফাঁক দিয়ে দেখি এখনও লাস্যময়ী চাঁদের  তারাদের সাথে খেলা করা ,

এখনও বাঁধভাঙা চাঁদের হাসি  হাতছাড়া মূহুর্তগুলিকে মনে করিয়ে দেয়।

দুই হাত আকাশের দিকে ছুড়ে দিয়ে পূর্বের মত আর  বলতে পারি না-

“ আই অ্যাম দ্য কিং “।

সেই পরিচিত খেয়াঘাট, সেই উদাসী বাউলের গান,

  বসন্তের সেই কোকিলের গান-

সব আছে, সব আছে- তাদের মতন করে,

উপকরণের  অভাব নেই –

 তারা আছে পূর্বের মতই  আপন মায়াবী রুপ ধরে।

সফলতা আসে নি ?- বললে সত্যের অপলাপ হবে-

সুখ দুঃখকে  ভাগ করবার জন্য অন্ততঃ   কাওকে ত  দরকার।

আসলে আজকের নির্জীব সমাজে  সুখ-গঙ্গাকে মন-মর্তে অবতরণে

নিজেকেই ভগীরথ হতে হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =