ভাঙনের পর…
শুভজিৎ দে, শাশপুর, বাঁকুড়া ##
এক একটা ভাঙনের পর
চারিদিক কেবল শূন্য হয়।
ধ্বংসের বাতাস দীর্ঘশ্বাস ফেলে বয়ে যায় অজানা পথে
শুন্যতা ধীরে ধীরে ফিরে যায়
অনন্ত শূন্যের পথ ধরে
আর ভয় নেই,
নেই অস্থিরতা।
এখন শুধু বিলাপের কাহিনী
এখন শুধুই উঠে দাঁড়ানোর আর্তি
ভাঙনের গ্রাসে যা কিছু ভেঙে যাই শুধু স্মৃতি হয়ে থেকে যাই।