ভাঙা নীড় (মুক্ত গদ্য)
রত্না চক্রবর্তী, বেহালা, কলকাতা ##
বসন্তের ফল পাতায় ভরা গাছ দেখে ওরা বাসা বেঁধেছিল। গ্রীষ্মে পেয়েছিল শান্তির ছায়া। বর্ষায় কচি পাতায় ভরল গাছ, সুখি দুজনে খড়কুটোর মজবুত ঘরে। শরতে পাতায় টান ধরল, শীতে রিক্ত হয়ে গেল, ওরা দুজনই দৌড়াদৌড়ি করতে লাগল নতুন সুন্দর বাসার খোঁজে, বসন্তের জন্য অপেক্ষা করার ইচ্ছা নেই।
নীড়ে শুধু কটা সদ্য ডিম ফোটা ছানা। ওরা উড়ে বেড়াচ্ছে ভালো বাসার খোঁজে। আবহাওয়ায় আজকাল আর কোন ভরসা নেই। শীতের শেষে এল দমকা হাওয়ার ঝড়। শুকনো ডাল ভেঙে পড়ল। পাখিরা ফিরেছিল…..ওরা দুটো জায়গার সন্ধান পেয়েছে, বেশ কিছুটা দূরে দূরে… সেখানে গাছে কচিপাতা গজাচ্ছে… কিন্তু নীড় ভেঙে শাবকেরা শেষ হয়ে গিয়েছিল, ঝড়ের শেষে পড়েছিল কটা কচি পালক।